ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সর্বোচ্চ ব্যবস্থা: প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৬, ১৭ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী এখন অনেক উন্নত। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এ বাহিনীর আধুনিকায়নে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।  

প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টকে (পিজিআর) একটি সুশৃঙ্খল ও পেশাদার বাহিনীর প্রতিফলন রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বুধবার পিজিআরের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রধান অতিথির দেয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।  

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও দেশি-বিদেশি বিশেষ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিতে ১৯৭৫ সালের ৫ জুলাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর।

পিজিআর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বলেন, বর্তমানে সুসংহত বাহিনী হিসেবে গড়ে উঠেছে পিজিআর।
শেখ হাসিনা বলেন, রাষ্ট্র ও সরকারের নিরাপত্তা দানকারীদের নিরাপদ জীবনমানের নিশ্চয়তা সরকারই নিশ্চিত করবে। 

প্রতিষ্ঠাকাল থেকে রেজিমেন্টের যেসব সদস্য বিশেষ অবদান রেখেছেন অথবা জীবন উৎসর্গ করেছেন, তাদের স্বীকৃতি প্রদান করেন সরকার প্রধান।

আই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি