ঢাকা, বুধবার   ২৩ জুলাই ২০২৫

নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করা না হলে গণঅভ্যুত্থান

প্রকাশিত : ১৮:০৫, ১৪ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:০৫, ১৪ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করা না হলে গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার হুশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সোমবার দুপুরে খাগড়াছড়ি জেলা বিএনপি’র কার্যালয়ে সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ হুশিয়ারি দেন তিনি। বলেন, আওয়ামী লীগ বিএনপিকে নিয়ে নির্বাচন করতে না চাইলেও, বিএনপি আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন করতে চায়। খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক জালাল মজুমদার ও হারুনুর রশিদ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি