ঢাকা, বুধবার   ২৩ জুলাই ২০২৫

অবৈধভাবে ডিটিএইচ যন্ত্রপাতি আমদানী ও ব্যবসা পরিচালনা করে তাদের বিরুদ্ধে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে

প্রকাশিত : ১৮:৪৭, ১৪ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৪৭, ১৪ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

যারা অবৈধভাবে ডিটিএইচ যন্ত্রপাতি আমদানী ও ব্যবসা পরিচালনা করে, তারা দেশের ক্যাবল ব্যবসাকে ক্ষতিগ্রস্থ করছে। এসব অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানালেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সচিবালয়ে, ক্যাবল অপারেটরদের সাথে বৈঠকে এসব কথা বলেন তিনি। বিভিন্ন দেশে, চ্যানেল দেখানোর বিনিময়ে ক্যাবল ব্যবসায়ীদের স্যাটেলাইট টেলিভিশনের মালিকদের পক্ষ থেকে ‘ক্যারেজ ফি’ দিলেও বাংলাদেশে সেটা শুরু থেকেই চালু করা হয়নি। যা, দূঃভাগ্য জনক উল্লেখ করে, ক্যাবল ব্যবসায়ীদের দ্রুতই ডিজিটাইজেশনের আওতায় আসার প্রস্তুতি নেবারও পরামর্শ দেন তথ্যমন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি