২য় সাবমেরিন ক্যাবল চালু হচ্ছে আগামী মার্চ থেকে
প্রকাশিত : ১৩:০৭, ১৫ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৫৮, ১৫ নভেম্বর ২০১৬
আগামী বছর মার্চ থেকে চালু হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল। এরই মধ্যে কুয়াকাটায় ল্যান্ডিং স্টেশনের কাজ শেষ হয়েছে। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি জানিয়েছে, শুধু ল্যান্ডিং স্টেশন থেকেই আসবে ২০০ জিবিপিএস ইন্টারনেট সুবিধা, যা প্রায় আটগুন সম্প্রসারনযোগ্য । ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বলছে, এ সাবমেরিন কেবল পুরোদমে চালু হলে আভ্যন্তরীন চাহিদা মিটিয়েও রপ্তানীযোগ্য থাকবে পর্যাপ্ত ব্যান্ডউইথ।
বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলে যুক্ত হবার প্রকল্পটি প্রায় ৬৬০কোটি টাকার; যা শুরু হয়েছিল তিন বছর আগে। এরিমধ্যে শেষ হয়েছে মৌলিক কাজ, বাকিটুকু’র জন্য লাগবে মাস চারেক সময়। আর এরপরেই দেশের ইন্টারনেট খাতে ঘটবে যুগান্তকারী পরিবর্তন।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানী বলছে, ফাংশনাল বিল্ডিং, স্টাফকোয়ার্টারসহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ কাজ চলছে।
নতুন এ সাবমেরিন ক্যাবলে যুক্ত হলে ডাটা সেক্টর, ই-কমার্সখাত, সফটওয়ার নির্ভর ব্যবসাসহ বিভিন্ন কাজে গতি বাড়বে কয়েকগুন।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বলছে, প্রায় ১৫জিবিপিএস পর্যন্ত সম্প্রসারনযোগ্য হওয়ায় দেশের মোট ব্যান্ডউইথের পরিমান বেড়ে যাবে। রপ্তানী করা যাবে দেশের চাহিদা মিটিয়েও।
দি¦তীয় সাবমেরিন ক্যাবলে যুক্ত হবার মাধ্যমে দেশের আইসিটি খাত ও টেলিকম কোম্পানীগুলো তাদের ইন্টারনেট চাহিদার বড় অংশ মেটাতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন










