ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৫, ২৩ জুলাই ২০১৯ | আপডেট: ১৬:১৯, ২৩ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

গুজব ছড়িয়ে যারাই গণপিটুনিতে অংশ নিবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন, যারাই এ ঘটনার সঙ্গে যুক্ত হবেন তাদের কাউকে ছাড় দেয়া হবেনা। 

মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে গণপিটুনির মত ঘটনা ঘটাবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

আসাদুজ্জামান খান কামাল বলেন, বাড্ডায় স্কুলে গত শনিবার গণপিটুনিতে এক মাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় যারা জড়িত আছে ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হচ্ছে। এছাড়া সারা দেশে গুজব ছড়ানোর অভিযোগে আটক হয়েছে আরও ৮১ জন।
 
তিনি বলেন, পরিস্থিতি অস্থিতিশীল করতে গুজব ছড়িয়ে মানুষ হত্যা করা হচ্ছে। তাই, এসব ঘটনায় কোনো রাজনৈতিক কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 

ছেলে ধরা সন্দেহে গত কয়েকদিনে রাজধানীসহ ৬ জনকে হত্যা করা হয়েছে। আহত হয়েছে ১৫ জন। মামলা হয়েছে ৯টি এবং জিডি (সাধারণ ডায়েরি)  হয়েছে ১৫টি।

আই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি