ঢাকা, বুধবার   ২৩ জুলাই ২০২৫

বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে সহজ ও আকর্ষণীয় করে উপস্থাপনের আহবান প্রযুক্তি মন্ত্রীর

প্রকাশিত : ১৮:৩৬, ১৬ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৩৭, ১৬ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে সহজ ও আকর্ষণীয় করে উপস্থাপনের আহবান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান। সকালে চট্টগ্রামে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সুবর্ণ জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তবে শিক্ষার্থীদের জন্য সুযোগ সুবিধা বাড়ানোর পরামর্শ দিয়েছে বিশিষ্টজনেরা। বিজ্ঞানমনস্ক জাতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে ১৯৬৬ সালে ঢাকার আগারগাঁও-এ কার্যক্রম শুরু করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। নতুন ও অপেশাদার বিজ্ঞানীদের উদ্ভাবনী কাজে উৎসাহ দেয়ার পাশাপাশি বিজ্ঞান ও  প্রযুক্তিকে জনপ্রিয় করে মানুষের কাছে পৌঁছে দিতে উদযাপন করা হচ্ছে সুবর্ণ জয়ন্তী। এ উপলক্ষ্যে দেশব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে  চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজন করা হয় এই সেমিনার। সেমিনারে অংশ নিয়ে বক্তারা বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষর্থীদের মধ্যে আগের তুলনায় বিজ্ঞান পড়ার হার কমে গেছে। এর পেছনে নানা সংকটের কথাও তুলে ধরেন তারা। শিক্ষার্থীদের আগ্রহী করতে এসএসসি পর্যন্ত বিজ্ঞান পড়া বাধ্যতামূলক করার সুপারিশ করেন বিশিষ্টজনরা। পাশাপশি সুযোগ বাড়াতে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ের কথাও বলেন তারা। বিজ্ঞানমনস্ক জাতি গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। জেলা প্রশাসক শামসুল আরেফিনের সভাপতিত্বে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রিফেসর ড. কৌশিক দে। এর আগে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি