ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

ট্রেনের কত টিকিট বিক্রি হচ্ছে জানা যাবে অ্যাপসে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৯, ২৯ জুলাই ২০১৯ | আপডেট: ১৬:২৯, ২৯ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

কোরবানির ঈদ উপলক্ষে সোমবার থেকে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। মোবাইল অ্যাপ আর অনলাইনেও (ই-সেবা) টিকিট বিক্রি চলছে। এদিকে সকাল ৬টায় অ্যাপসে টিকিট বিক্রি শুরু হয়েছে। অ্যাপে দিনে কত টিকিট বিক্রি হচ্ছে, তা মনিটর করে অ্যাপেই জানিয়ে দেয়া হচ্ছে। ফলে অ্যাপের মাধ্যমেই জানা যাবে টিকিট আছে কিনা। 

এদিকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঈদের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম পরিদর্শনে আসেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এ সময় রেলের মহাপরিচালক মো. শামসুজ্জামান, অতিরিক্ত মহাপরিচালক মিয়া জাহানসহ রেলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেলমন্ত্রী জানান, শুরুর সাড়ে চার ঘণ্টায় সাত হাজার ৪৬৩টি টিকিট মোবাইল অ্যাপ আর অনলাইনে (ই-সেবা) বিক্রি হয়েছে। এখন থেকে আন্তঃনগর মেইল সব মিলিয়ে ৫৯ হাজার ৬৭৭ টিকিট একদিনের জন্য যাত্রীদের কাছে বিক্রি করা হবে।

তিনি বলেন, আজকে ১০ হাজার ৭৭৪টি টিকিট মোবাইল অ্যাপ ও ই-সেবার মাধ্যমে বিক্রি করার নির্দেশ দেয়া হয়েছে। সকাল ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অ্যাপে বিক্রি হয়েছে ৩ হাজার ৬৭৪ আর ই-সেবার মাধ্যমে বিক্রি হয়েছে তিন হাজার ৭৮৯টি টিকিট। এ সময়ে টিকিট অবিক্রীত ছিল তিন হাজার ৩৫১টি। ‘মোবাইল অ্যাপস ও ই-সেবার মাধ্যমে কাউন্টারে বিক্রি হয়েছে তিন হাজার ৩৭টি টিকিট’।

মন্ত্রী জানান, এবারও রাজধানী ঢাকার পাঁচটি স্থান থেকে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। এর মধ্যে রাজশাহী খুলনা ও রংপুর বিভাগের টিকিট কমলাপুর থেকে দেয়া হচ্ছে। বিমানবন্দর থেকে দেয়া হচ্ছে নোয়াখালী ও চট্টগ্রামের টিকিট। তেজগাঁও থেকে দেয়া হচ্ছে ময়মনসিংহ জামালপুরগামী ট্রেনের টিকিট। বনানী থেকে দেয়া হচ্ছে নেত্রকোনাগামী ট্রেনের টিকিট এবং পুরনো ফুলবাড়িয়া স্টেশন থেকে দেয়া হচ্ছে সিলেট ও কিশোরগঞ্জের টিকিট।

মন্ত্রী জানান, গতবার এলোমেলো ছিল। এবার পরিবেশ দেখে উন্নতি হয়েছে বলে মনে হচ্ছে। বাকিটা আপনাদের বিবেচনা। তিনি বলেন, আগামী ১২ আগস্ট সম্ভব্য ঈদুল আজহার তারিখ ধরে আমরা ট্রেনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। যাত্রীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে র্যাব পুলিশ ও রেলওয়ে নিজস্ব নিরাপত্তাকর্মীসহ সবাই একসঙ্গে নিরাপত্তা নিশ্চিত করছে।

রেলকর্মীরা সিন্ডিকেট করে টিকিট দিচ্ছে এমন অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, এটি আইডেন্টিফাই করা কঠিন। একাধিকবার টিকিট নেয়ার সুযোগ কম। কারণ প্রতিটা টিকিট বিক্রির সময় তথ্য রেকর্ড হয়ে যাচ্ছে। তবে ছোটখাটো কোনো অনিয়ম যাতে না হয়, সে বিষয়ে সচেষ্ট আছি বলে জানান তিনি।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি