ঢাকা, শুক্রবার   ২৫ জুলাই ২০২৫

পোল্ট্রি মিডিয়া অ্যওয়ার্ডের মাধ্যেমে এই খাতে বিশেষজ্ঞ রিপোর্টার বেরিয়ে আসবে : মঞ্জুরুল আহসান বুলবুল

প্রকাশিত : ১৮:৩৯, ২৩ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৩৯, ২৩ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

পোল্ট্রি মিডিয়া অ্যওয়ার্ডের মাধ্যেমে এই খাতে বিশেষজ্ঞ রিপোর্টার বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন একুশে টেলিভিশনের এডিটর ইন চীফ ও সিইও মঞ্জুরুল আহসান বুলবুল। প্রথমবারের মত পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড ২০১৬ পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে তিনি বলেন, পোল্ট্রি শিল্প নিয়ে গনমাধ্যেম এগিয়ে আসলে এই আরও এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। এই ধরনের পুরুষ্কার প্রদান অনুষ্ঠান এই শিল্প নিয়ে সাংবাদিকদের আগ্রহ আরও বাড়িয়ে দেবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে টেলিভিশন, পত্রিকা এবং অনলাইন মিলিয়ে ৮ জনকে পুরুষ্কার দেয়া হয়। ভবিষতেও আয়োজকরা এই ধরনের অনুষ্ঠান অব্যাহত রাখবে বলে জানানো হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি