ঢাকা, শুক্রবার   ২৫ জুলাই ২০২৫

বরগুনার আমতলীতে কথিত বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত

প্রকাশিত : ১১:৪৮, ২৪ নভেম্বর ২০১৬ | আপডেট: ১১:৪৮, ২৪ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

বরগুনার আমতলীতে কথিত বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার আব্দুল জব্বার মারা গেছে। আহত হয়েছে ৪ পুলিশ সদস্য । ঘটনাস্থল থেকে গুলিসহ অস্ত্র উদ্ধার করা হয়েছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আমতলীর কলাগাছিয়া গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এসময় ডাকাত সর্দার আব্দুল জব্বার কে আটক করে পুলিশ। পরে  তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে পুলিশের সাথে ডাকাতদের বন্দুকযুদ্ধ হয়। এসময় ডাকাতদের গুলিতে ৪ পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তলসহ ২ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ডাকাতি সহ ১৬টি মামলা রয়েছে। আমতলী থানা পুলিশ ও ডিবি পুলিশ এ অভিযান চালায়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি