ঢাকা, শুক্রবার   ২৫ জুলাই ২০২৫

দলে দলে রোহিঙ্গারা আসছে বাংলাদেশে

প্রকাশিত : ১৩:৫২, ২৫ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৪:০৩, ২৫ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

মিয়ানামার সীমান্ত দিয়ে দলে দলে বাংলাদেশে আসছে রোহিঙ্গারা। দিনে সীমান্তের ওপারে ঝোপঝাঁড়ে লুকিয়ে থেকে রাতে নাফ নদী পার হয়ে কৌশলে অনুপ্রবেশ করছে তারা। এ’সব রোহিঙ্গার কেউ কেউ আইন শৃংখলা বাহিনীর হাতে ধরাও পড়লেও, বেশির ভাগই দালালদের মাধ্যমে আশ্রয় নিচ্ছে শরণার্থী ক্যাম্পে। শীতের কুয়াশা মাড়িয়ে, নদী- বিল পেরিয়ে রোহিঙ্গারা কখনও হেঁটে, কখনওবা নৌকা নিয়ে আসছে লোকালয়ে। শত বাধা উপেক্ষা করে টেকনাফের লম্বাবিল, কানজরপাড়া, ঝিমনখালী, নয়াবাজার, খারাংখালী, তুলাতলী, উলুবনিয়াসহ বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রতিরাতে দলে দলে রোহিঙ্গারা ঢুকে পড়ছে বাংলাদেশে। বিজিবি’র হাতে যারা ধরা পড়ছে, তাদের ফেরত পাঠানো হলেও, অনেকেই সীমান্ত রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে আশ্রয় নিচ্ছে টেকনাফের নয়াপাড়া, লেদা ও উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পে। কেউ কেউ আশ্রয় নিচ্ছে আত্মীয় কিংবা পরিচিতদের বাড়িতে। রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে শুধু সীমান্তই নয়, দেশের ভেতরেও কঠোর নজরদারি চলছে বলে জানালেন পুলিশের এই কর্মকতা। অনুপ্রবেশ, চোরাচালানসহ যে কোন সীমান্ত সমস্যা সমাধানে মিয়ানমার সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানান বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক। মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংস পরিস্থিতির কারণে বাংলাদেশে অনুপ্রবেশ করছে রোহিঙ্গরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি