ঢাকা, শুক্রবার   ২৫ জুলাই ২০২৫

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্ব সম্প্রদায়ের ঐক্যবদ্ধ ও সমন্বিত উদ্দোগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি

প্রকাশিত : ১৯:৩৯, ২৫ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৯:৩৯, ২৫ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

জলবায়ু পরিবর্তনকে মানবজাতির জন্য হুমকি উল্লেখ করে এটি মোকাবিলায় বিশ্ব সম্প্রদায়ের ঐক্যবদ্ধ ও সমন্বিত উদ্দোগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার রাজধানীর একটি হোটেলে সাউথ এশিয়া জুডিশিয়াল কনফারেন্স অন এনভায়রনেমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেইঞ্জ অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন। জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব রোধে রাজধানীতে দক্ষিন এশিয় সম্মেলন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির যৌথ আয়োজনের এই সম্মেলনে অংশ নিয়েছেন বাংলাদেশসহ আফগানিস্তান, ভূটান, নেপাল, শ্রীলংকা ও মিয়ানমারের বিচারপতিরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা কেবল দক্ষিণ এশিয়ার নয়, এটি সমগ্র মানবজাতির সমস্যা। কাজেই তা মোকাবিলায় বিশ্ব সম্প্রদায়কে এক হতে হবে। পরিবেশ রক্ষায় বিভিন্ন জনস্বার্থ মামলায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের ভূমিকা তুলে ধরেন প্রধান বিচারপতি। সম্মেলন থেকে বেরিয়ে আসা সুপারিশ ও পরামর্শ পরিবেশ সুরক্ষা ও সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি