ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫

ম্যাতিউ ফেরারির জন্মদিন আজ

প্রকাশিত : ১৭:১৬, ৫ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৭:১৬, ৫ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ম্যাতিউ ফেরারি। ইতালির সাবেক ফুটবলার। খুব অল্প সময়ে ফুটবলে দারুণ নৈপূর্ণ দেখিয়ে জয় করেছেন হাজারো দর্শেকর মন। ১৯৭৯ সালে আজকের এই দিনে আলজেরিয়ায় জন্মগ্রহন করেন তিনি। ইতালিয়ান বাবার চাকরি সূত্রে ম্যাতিউ ফেরারির জন্ম আলজেরিয়ায় হলেও বেড়ে ওঠেন ইতালিতে। ১৯৯৫ সালে ঘরোয়া ক্লাব স্পালের যুব দলে খেলতেন ফেরারি। পরের মৌসুম খেলেন ইন্টারন্যাশিওনালের যুব দলে। তাঁর গতি আর কৌশলে মুগ্ধ হয়ে এক মৌসুম পরেই এই ক্লাবের মূল দলে ফেরারিকে নিয়ে নেয় ইন্টারন্যাশিওনাল। ১৯৯৭ সালে বয়সভিত্তিক ক্যারিয়ার শুরু করেন জেনোয়া ক্লাবের হয়ে। এই ক্লাবে এক মৌসুম খেলে চলে যান লেকেট ক্লাবে। ১৯৯৯ সালে সিরি আ লিগে ইন্টার মিলানের হয়ে অভিষেক হয় ম্যাতিউ ফেরারির। রক্ষণভাগের এই খেলোয়াড় ২০০১ সালে পাড়ি জমান পারমায়। ভালো খেলায় ক্যারিয়ারে সুযোগ পেয়েছেন অনেক ক্লাব থেকেই। তিন মৌসুম  পারমায় হয়ে ৮১টি ম্যাচে অংশ নিয়ে পরে রোমায় যোগ দেন । এ সময় এভারটনেও ধারে খেলেন তিনি। ২০০৮ সাল থেকে জেনোয়া, বেসিকটাস এবং ২০১২ থেকে ২০১৪ সাল সর্বশেষ মন্টিয়াল ইমপেক্টে খেলেছেন ম্যাতিউ ফেরারি। ইতালি জাতীয় দলের হয়ে ২০০২ এবং ২০০৪ সালের অলিম্পিকে অংশ নেন ফেরারি। আর জাতীয় দলের হয়ে ১১টি ম্যাচে অংশ নিয়েছেন এই ইতালিয়ান। এর আগে তিন মৌসুম খেলেছেন ইতালি অনুর্ধ্ব-২১ দলের জার্সিতে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি