ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫

অর্থনৈতিক শক্তির পাশাপাশি বিশ্বব্যাপী গণমাধ্যমের নিজেদের শক্ত অবস্থান চায় চীন

প্রকাশিত : ১৫:১৫, ৬ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৫:১৫, ৬ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

অর্থনৈতিক শক্তির পাশাপাশি বিশ্বব্যাপী গণমাধ্যমের নিজেদের শক্ত অবস্থান চায় চীন। সকালে একুশে টেলিভিশন পরিদর্শনের সময় এমটাই জানালেন চীনের সিনিয়র সাংবাদিকরা। সকালে চীনের নিনশিয়া টেলিভিশনের ভাইস- প্রেসিডেন্ট মা উই এ এর নের্তৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল একুশে টেলিভিশন পরিদর্শন করেন। একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক ও সিইও মঞ্জুরুল আহসান বুলবুল ও হেড অব নিউজ রাশেদ চৌধুরী সহ একুশে পরিবারের সদস্যরা চীনা প্রতিনিধিদের শুভেচ্ছা জানান। বার্তাকক্ষসহ একুশের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন চীনের সিনিয়র গণমাধ্যম প্রতিনিধিরা। পরে একুশের টেলিভিশনের সিইওসহ উর্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করেন তারা। দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বষয়ে আলোচনা ছাড়াও সাংবাদিক ও কর্মকর্তাদের চীন সফরের আমন্ত্রণ জানান প্রতিনিধি দলের সদস্যরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি