নির্বাচন কমিশন গঠন নিয়ে বেগম খালেদা জিয়ার ১৩ দফা প্রস্তাব বঙ্গভবনে
প্রকাশিত : ১৫:১২, ৬ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৫:১২, ৬ ডিসেম্বর ২০১৬
নির্বাচন কমিশন গঠন নিয়ে বেগম খালেদা জিয়ার ১৩ দফা প্রস্তাব বঙ্গভবনে পৌছে দিয়েছে বিএনপির একটি প্রতিনিধি দল। সেই সঙ্গে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের একটি আবেদনও করা হয়েছে। রাষ্ট্রপতি দেশে ফিরে এলে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার আশ্বাস দেয়া হয়েছে বঙ্গভবন থেকে। এদিকে রাষ্ট্রপতি কার্যকর পদক্ষেপ নেবেন, বলে আশাবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব।
নির্বাচন কমিশন পূনর্গঠন নিয়ে সংবাব সম্মেলনে ১৩ দফার প্রস্তাব দেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সেই প্রস্তাব রাষ্ট্রপতির হাতে দিতে সাক্ষাতের সময় চেয়েছিল বিএনপি।
অবশেষে ইসি গঠনের প্রস্তাবনা লিখিতভাবে পৌছে দেয়া এবং সাক্ষাতের সময় চেয়ে করা আবেদনের কপি নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এবং ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী যান বঙ্গভবনে। তবে রাষ্ট্রপতি দেশের বাইরে চলে যাওয়ায় তা গ্রহন করেন সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মাইনুর রহমান।
এদিকে ২০ দলীয় জোটের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি ইসি গঠনে কার্যকর পদক্ষেপ নেবেন।
মহাসচিব জানান, নারায়নগঞ্জ সিটি নির্বাচনে বিএনপি মোননীত প্রার্থী সাখাওয়াত হোসেনকে সর্বাত্মকভাবে সাহায়তা করবে ২০ দলীয় জোট। আবাধ নিরপেক্ষ নির্বাচন হলে সাখাওয়াত মেয়র হবে বলে আশা তাদের।
আরও পড়ুন