ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫

ব্যবসায়ীদের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবী

প্রকাশিত : ১৮:১২, ৬ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:১২, ৬ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ব্যবসায়ীদের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবী জানিয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। তিনি এজন্য ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান। টেরী বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় চেম্বার নেতা বলেন, যাদের ট্যাক্সে দেশের অর্থনীতি পরিচালিত হয়, তাদের গলা টিপে ধরলে দেশ ও সরকার অচল হয়ে পড়বে। সমিতির সভাপতি খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চেম্বারের পরিচালক মাহবুবুল হক শাহ্ধসঢ়; ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম। পরে নগরীতে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি