ব্যবসায়ীদের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবী
প্রকাশিত : ১৮:১২, ৬ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:১২, ৬ ডিসেম্বর ২০১৬
ব্যবসায়ীদের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবী জানিয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। তিনি এজন্য ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান।
টেরী বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় চেম্বার নেতা বলেন, যাদের ট্যাক্সে দেশের অর্থনীতি পরিচালিত হয়, তাদের গলা টিপে ধরলে দেশ ও সরকার অচল হয়ে পড়বে। সমিতির সভাপতি খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চেম্বারের পরিচালক মাহবুবুল হক শাহ্ধসঢ়; ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম। পরে নগরীতে বের করা হয় বর্ণাঢ্য র্যালী।
আরও পড়ুন