মোবাইল কোর্টের ভুমিকায় মাদকের ভয়াবহতা কমছে
প্রকাশিত : ১৮:১১, ৬ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:১১, ৬ ডিসেম্বর ২০১৬
মাদকদ্রব্যের অপব্যবহার রোধে মোবাইল কোর্টের ভুমিকা এবং বিভিন্ন মেয়াদে সাজা দেয়ায় মাদকের ভয়াবহতা কমছে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনরা।
চট্টগ্রামের একটি হোটেলে বিভাগীয় কমিশনার কার্যালয় ও মাদক নিয়ন্ত্রন অধিদফতর আয়োজিত মাদক ও অপরাধ দমনে ভ্রাম্যমান আদালতের ভূমিকা শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। এসময় বক্তারা প্রশাসনসহ আইন শৃংখলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করারও আহবান জানান। ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ সুপার নুরে আলম মিনা, জেলা প্রশাসক সামশুল আরেফিন আলোচনায় অংশ নেন। সেমিনারে মাদক নিয়ন্ত্রন অধিদফতরে যানবাহন বৃদ্ধি, মোবাইল কোর্ট পরিচালনাকারীদের বিশেষ ভাতা প্রদানসহ প্রনোদনা দেয়ার দাবী জানানো হয়।
আরও পড়ুন