ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫

রুপপুরে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের অনুমোদন

প্রকাশিত : ১৯:১৫, ৬ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৯:১৮, ৬ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

পাবনার রুপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। ১ লাখ ১৩ হাজার কোটি টাকার এই প্রকল্পটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যয়ের প্রকল্প। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক এর বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এছাড়া আরও ১১টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে একনেক বৈঠকে। বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকের বৈঠকে সভাপতিত্ব করেন এননেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে পাবনার রুপপুরে দেশের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। বাংলাদেশের ইতিহাসে রেকর্ড ব্যয়ের এই প্রকল্পে দু’টি ইউনিটের মাধ্যমে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল পর্বের কাজ বাস্তবায়নে প্রকল্প সহায়তা হিসেবে রাশিয়া ৪ শতাংশ হারে সুদে ৯১ হাজার ৪০ কোটি ঋণ দিচ্ছে। ১০ বছরের রেয়াতকালসহ ২০ বছরের মেয়াদে এ ঋণ পরিশোধ করতে হবে। আর সরকারের নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে ২২ হাজার কোটি টাকা। একনেকের বৈঠকের পর সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের চূড়ান্ত অনুমোদনের বিষয়ে কথা বলেন। বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো ও গবেষণা সক্ষমতা শক্তিশালীকরণ প্রকল্পসহ আরও ১১টি প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি