ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫

ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা আর নেই

প্রকাশিত : ১৯:২৭, ৬ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৯:২৭, ৬ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা জয়রাম আর নেই। চেন্নাই এর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতরাতে তার মৃত্যু হয়। স্থানীয় সময় আজই বিকেলে চেন্নাইয়ের মেরিনা বীচে তার শেষকৃত্যের কাজ হবে। তামিলনাড়–র আম্মা ও আয়রন লেডি খ্যাত জয়ললিতার মৃত্যুতে শোকের ছায়া বিভিন্ন রাজ্যে। চেন্নাইয়ে ঘোষণা করা হয়েছে ৭ দিনের শোক। এদিকে তামিলনাড়–র নতুন মুখ্যমন্ত্রী ও দলের নেতা নির্বাচিত হয়েছে পন্নিরসেলভাম। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনমাস ধরে চেন্নাই এর অ্যাপোলে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তামিলনাড়–র ছয়বারের মুখ্যমন্ত্রী, ভারতের আলোচিত রাজনীতিক জয়ললিতা জয়রাম। সোমবার রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। তামিলনাড়–র আয়রন লেডি খ্যাত জয়ললিতাকে আম্মা ডাকতেন ভক্তরা। তার মৃত্যুকে সাত দিনের শোক পালিত হবে তামিলনাড়– রাজ্যে। অন্যদিকে কেরালা, কর্ণাটক ও বিহারে ঘোষণা হয়েছে এক দিনের শোক। বন্ধ থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠান। জয়ললিতার মুত্যুতে শোক জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীসহ রাজনীতিকরা। তালিমনাড়–র পরবর্তী মুখ্যমন্ত্রী ও অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া কাজাগাম-এআইডিএমকে দলের নেতা নির্বাচিত হয়েছে পন্নিরসেলভাম। অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু হলেও রাজনীতিতে আসেন ১৯৮২ সালে। দুই বছর পর হন রাজ্যসভার সদস্য। ১৯৯১ সালে প্রথম তামিলনাড়–র মুখ্যমন্ত্রী  হন জয়ললিতা। রাজনৈতিক জীবনে নানা ঘাত প্রতিঘাত সয়েছেন জয়ললিতা। ২০০১ সালে ফৌজদারি অপরাধের মামলা হলে ছাড়তে হয় মুখ্যমন্ত্রীর পদ। সইতে হয়েছে কারাবরণ। এরপরেও জয়ললিতা ছিলেন জনপ্রিয়তার শীর্ষে। রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও কলকাঠি নাড়তেন ভারতের কেন্দ্রীয় রাজনীতির।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি