ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫

গাইবান্ধার সাঁওতালদের বাসস্থান সমস্যা মিটছে না

প্রকাশিত : ১২:৪৫, ৭ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১২:৪৫, ৭ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

মিটছে না গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের বাসস্থান সমস্যার সমাধান। প্রশাসনের পুনর্বাসনের উদ্যোগে সাড়া নেই তাদের। উচ্ছেদ বসত-ভিটে ফেরত পেতেই অনড় সাঁওতালরা। আর প্রশাসন বলছে, সহায়তা সন্তোষজনক না হলেও পুনর্বাসনের কাজ চলছে। প্রায় এক মাস খোলা আকাশের নিচে কাটানোর পরও পুনর্বাসন নয়, উচ্ছেদ হওয়া বসত-ভিটেই ফেরত চাইছেন সাঁওতালরা। প্রশাসনের পক্ষ থেকে তালিকা তৈরী করে আশ্রায়ন প্রকল্পের মাধ্যমে পুনর্বাসনের উদ্যোগ নেয়া হলেও, তাদের দাবি- বংশ পরম্পরার ভিটে-মাটি। অন্যদিকে আদালতের নির্দেশে সাঁওতালদের জমির ধান বুঝিয়ে দিয়ে, সেখানে কাঁটা তারের বেড়া ঘিরে আখ চাষ করছে চিনি কল কতৃপক্ষ। আর ইক্ষু খামারের জমির মালিকানা নিয়ে মন্তব্য করতে রাজি নয় প্রশাসন। তবে গৃহহীন সাঁওতালদের আশ্রায়ন প্রকল্পের মাধ্যমে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে জানান জেলা প্রশাসক। গেলো ৬ নভেম্বর রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের আখ কাটাকে কেন্দ্র করে সাঁওতাল ও চিনিকল শ্রমিকদের সংঘর্ষ হয়। আর এর পরপরই এ জমি থেকে উচ্ছেদ করা হয় সাঁওতালদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি