কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে ঝুঁকছে সরকার
প্রকাশিত : ১২:৪৬, ৭ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১২:৪৬, ৭ ডিসেম্বর ২০১৬
গ্যাসের সংকট মোকাবেলায় কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে ঝুঁকছে সরকার। সেইসঙ্গে তরল প্রাকৃতিক গ্যাস নির্ভর বিদ্যুত কেন্দ্র স্থাপনের দিকেও নজর আছে। তবে বিষয়টিকে চ্যালেঞ্জ বলে মনে করছেন এ খাতের বিশেষজ্ঞরা। যদিও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলছেন, সমস্যা সমাধান সময়ের ব্যাপার মাত্র।
গ্যাসের মজুদ কমে যাওয়ায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে সরকার। কিন্তু কর্মকান্ড চলছে ধীর গতিতে। তাই উৎপাদনের বিকল্প পথ হিসেবে বিদেশ থেকে তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানীর কথাও ভাবা হচ্ছে।
তবে তরল জ্বালানী ফার্নেস অয়েল, নবায়নযোগ্য শক্তি, গ্যাস ও নিউক্লিয়ারসহ জ্বালানী নির্ভর বিদ্যুতকেন্দ্র স্থাপনে সুফল পাওয়া যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
যদিও তরল জ্বালানীর মতো কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে কারিগরি জটিলতার পাশাপাশি মূল্যবৃদ্ধির আশংকা আছে বলে জানিয়েছেন এই বিশেষজ্ঞ।
অবশ্য সমস্যা সমাধান সময়ের ব্যাপার বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানী ও খণিজসম্পদ প্রতিমন্ত্রী। যেসব প্রকল্প গ্যাস বা তেলের অভাবে উৎপাদন বন্ধ রয়েছে সেগুলোর বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবার কথাও জানান তিনি।
দেশী-বিদেশী ১৫ টি প্রতিষ্ঠান এলএনজি টার্মিনাল নির্মাণে এরইমধ্যে সরকারের কাছে প্রস্তাব দিয়েছে। আর এলএনজি আমদানীতে দীর্ঘমেয়াদী চুক্তি করা গেলে লাভবান হওয়া যাবে বলেও মনে করা হচ্ছে।
আরও পড়ুন