ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫

সূচক বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে

প্রকাশিত : ১৫:৪৬, ৭ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৪৬, ৭ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

সূচক বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের দর। বুধবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১৩২টির, আর ৪৯টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৮৬৪ কোটি ২৪ লাখ টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ২৫ পয়েন্ট বেড়ে উঠে আসে ৪ হাজার ৮৭১ পয়েন্টে। অন্যদিকে, সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ৮৭টির, আর ২৯টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ৪৯ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি