ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫

চট্টগ্রামে কর্ণফুলী নদীর ভাঙ্গন রোধে নির্মান করা হচ্ছে স্লুইচ গেইট ও ও বেড়ি বাঁধ

প্রকাশিত : ১৬:১৩, ৭ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৬:১৩, ৭ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রামের পটিয়ায় কর্ণফুলী নদীর ভাঙ্গন রোধে নির্মান করা হচ্ছে স্লুইচ গেইট ও ও বেড়ি বাঁধ। বেড়িবাধটি নির্মিত হলে পটিয়ায় চারটি ইউনিয়নে কৃষিপণ্যের উৎপাদন যেমন বাড়বে তেমনি শিল্পায়ন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন স্থানীয়রা। চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি, কাশিয়াইশ, আশিয়া ও বরলিয়া ইউনিয়নের কয়েকটি এলাকার মানুষ শুধুমাত্র জোয়ার ভাটার ওপর নির্ভরশীল। নেই কোন সড়ক যোগাযোগ ব্যবস্থাও। ফলে উৎপাদিত কৃষিপন্য নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হয় কৃষকদের। এ অবস্থায় কর্ণফুলীর শিকলবাহা খালে বেড়িবাধ ও স্লুইচ গেইট নির্মানের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রায় সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে কৃষি পন্যের উৎপাদন হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আগামী ৬ মাসের মধ্যে শেষ হবে প্রকল্পের কাজ। এছাড়া এই প্রকল্পের কারনে পটিয়ার প্রত্যন্ত অঞ্চলে শিল্পায়নের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানালেন স্থানীয় সংসদ সদস্য। এলাকার উন্নয়নে দ্রুত প্রকল্পের কাজ শেষ করার দাবী পটিয়াবাসীর।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি