কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ করে জঙ্গিবাদ নির্মূল করা হবে: পুলিশের মহাপরিদর্শক
প্রকাশিত : ১২:০৯, ১০ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১২:০৯, ১০ ডিসেম্বর ২০১৬
কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ করে দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা হবে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক।
পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কমিউনিটি পুলিশিং ও জঙ্গি-সন্ত্রাসবাদ বিরোধী সমাবেশে তিনি এ’কথা বলেন। আইজিপি আরো বলেন, দেশের মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে ভালো বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন










