ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

ইসি’র সিদ্ধান্ত মেনে নেবেন আইভি, শেষপর্যন্ত মাঠে থাকার ঘোষণা সাখাওয়াত হোসেনের

প্রকাশিত : ১৮:৫৫, ১০ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৫৫, ১০ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে ইসি’র যে কোন সিদ্ধান্ত মেনে নেবেন বলে জানিয়েছেন সেলিনা হায়াৎ আইভি। অপরদিকে, জনগনের ভোটাধিকারে আদায়ে শেষপর্যন্ত মাঠে থাকার ঘোষণা সাখাওয়াত হোসেনের। তারপক্ষে গনসংযোগে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচন কতটা সুষ্ঠু হয়, তার উপরই নির্ভর করছে আগামী দিনে বাংলাদেশের নির্বাচন। নারায়ণগঞ্জ সিটি র্নিবাচনে বাকি আর ১১ দিন। ভোটের মাঠে প্রার্থীদের প্রচার-গণসংযোগ চলছে সকালসন্ধ্যা। এর মধ্যে হাড্ডাহাড্ডি অবস্থান প্রধান দুই দলের মেয়র প্রার্থীর। কর্মী-সমর্থকদের নিয়ে শহরের বিভিন্ন এলাকায় প্রচার চালান আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভি। নির্বাচন কমিশনের যে কোন পদক্ষেপকে স্বাগত জানাবেন, বলেন তিনি। এদিকে চাষাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এসময় তিনি নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদ জানিয়ে জনগনের ভোটাধিকার নিশ্চিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। গনসংযোগে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, নারায়ণগঞ্জ সিটির নির্বাচনের চিত্রই দেখিয়ে দেবে আগামীতে ইসি কেমন নির্বাচন করতে পারবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি