নিখোঁজ তরুণরা কেন ঘর ছেড়েছে নিশ্চিত হতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী
প্রকাশিত : ১৩:০১, ১১ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৩:০৫, ১১ ডিসেম্বর ২০১৬
সামাজিক অবক্ষয় থেকে তৈরি হওয়া শূণ্যতার কারণে তরুনরা জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে বলে মনে করেন সমাজ গবেষকরা। সম্প্রতি নিখোঁজ তরুণরা ঠিক কি কারণে ঘর ছেড়েছে, তা এখনও নিশ্চিত হতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী
দেশের বিভিন্ন স্থানে হামলার সাথে জড়িত এই তরুনেরা ঘটনার বেশ কিছুদিন আগে স্বেচ্ছায় নিখোঁজ হয়।
পরে র্যাব-পুলিশের একের পর এক অভিযানে তারা নিহত হলে, জঙ্গি তৎপরতা অনেকটাই নিস্ক্রিয় হয়ে পড়ে।
গত এক মাসে ঢাকা, পাবনা ও রংপুর থেকে নিখোঁজ হয় নয় তরুন। তাদের মধ্যে ৩ জন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ৩ জন মেডিকেল কলেজের ছাত্র। অন্য ৩ জনের একজন সরকারি কর্মচারি, একজন বিজ্ঞাপনী সংস্থার কর্মকর্তা আর অন্যজন বেকার তরুন।
নিখোঁজ এই তরুনরা ধর্মভিত্তিক জঙ্গিবাদে জড়িয়ে পড়েছে কি-না সে শংকায় রয়েছে পরিবারের সদস্যরা।
ইসলাম ধর্মের অপব্যাখ্যা দিয়ে তরুনদের জঙ্গিবাদে প্রলুব্ধ করা হচ্ছে বলে মনে করেন সমাজ গবেষক ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
নিখোঁজদের বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।
আরও পড়ুন