ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

মুন্সীগঞ্জে প্রতিপক্ষের গুলিতে ২ ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধসহ আহত ৩

প্রকাশিত : ১৪:৪৮, ১১ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৪৮, ১১ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ কোর্টগাঁও এলাকায় প্রতিপক্ষের গুলিতে ২ ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধসহ আহত হয়েছে ৩ জন। গত শনিবার রাতে কোর্টগাঁওয়ের লিচুতলা মসজিদের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, অনিক, জাহিদ ও রাজিবসহ কয়েকজন ছাত্রলীগ কর্মী কোর্টগাঁও এলাকা দিয়ে যাচ্ছিলেন; সেসময় সন্ত্রাসী শাহজালাল মিজি ও তার সহযোগী মানিক তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে জাহিদের পিঠ ও রাজিবের হাতে গুলি লাগে। এছাড়া কুপিয়ে আহত করা হয় অনিককে। গুলিবিদ্ধ জাহিদ ও রাজিবকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি