ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

নৌবাহিনীকে আরো শক্তিশালী করতে ঢেলে সাজানোঃ পরিকল্পনা মন্ত্রী

প্রকাশিত : ১২:৫৭, ১১ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১২:৫৭, ১১ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

দেশের সমুদ্র সম্পদ রক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে নৌবাহিনীকে আরো শক্তিশালী করতে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক  মহড়া পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। অন্যদিকে শিগগির সাবমেরিন সংযুক্ত হওয়ার পর নৌবাহিনী একটি ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হবে বলে আশা করছেন নৌ কর্মকর্তারা। গভীর সাগরে হঠাৎ ছিনতাইয়ের কবলে পড়ে একটি বাণিজ্যিক জাহাজ। সন্ত্রাসীরা জিম্মি করে  রাখে জাহাজের ক্যাপ্টেন  ও নাবিকদের। খবর পেয়ে জাহাজটি উদ্ধারে ছুটে যায় বাংলাদেশ নৌহিনীর কমান্ডো টিম। মুহূর্তেই জাহাজটিকে চারপাশ থেকে ঘিরে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে উদ্ধার করে জিম্মিদের। ঘটনাটি কাল্পনিক হলেও শত্রুপক্ষ মোকাবেলায় নৌ সদস্যদের  পেশাগত দক্ষতা ও সক্ষমতা তুলে ধরতে এমন দৃশ্যের অবতারণা করা হয় মহড়ায়। ১৫ দিনের মহড়ায় প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে দূর পাল্লার এন্টিশীপ মিসাইলসহ অত্যাধুনিক বিভিন্ন সমরাস্ত্র। সমাপনী দিনে মহড়া পরিদর্শন করেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। সমুদ্র সম্পদকে কাজে লাগাতে নৌবাহিনীকে আরো শক্তিশালী ও সক্রিয় করে তুলতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। সাবমেরিন যুক্ত হলে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও ব্লু ইকোনমির উন্নয়নে বাহিনীটি আরো বলিষ্ট ভূমিকা রাখতে পারবে বলে আশা নৌকর্মকর্তাদের। মহড়ায় নৌবাহিনীর ৫৩টি যুদ্ধ জাহাজ, মেরিটাইম পেট্টোল এয়ারক্রাফট, হেলিকপ্টার, আধুনিক সমরাস্ত্রে সজ্জিত নৌ কমান্ডোরা অংশ নেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি