শুরু হয়েছে বৃক্ষ ও বনজরিপ
প্রকাশিত : ১৪:৪৬, ১১ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৪৬, ১১ ডিসেম্বর ২০১৬
সারাদেশে শুরু হয়েছে বৃক্ষ ও বনজরিপ।
শনিবার বিকেলে বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু সুন্দরবনের হারবাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্রের কাছে পর্যটন জাহাজ ‘এমভি টাঙ্গুয়ার হাওরে’ জরিপ কাজের উদ্বোধন করেন। ১০ কোটি টাকা ব্যয়ে দেশের প্রায় ১ হাজার ৮শ ৫৮টি স্থানে এ জরিপ চালানো হবে। প্রথম বছরে সুন্দরবন ও দেশের উপকূলীয় ও পাহাড়ী এলাকায় এবং পরের বছর দেশের অন্যান্য স্থানে চলবে এ জরিপ কাজ। ২০১৮ সালের মার্চে শেষ হবে জরিপ।
আরও পড়ুন