ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

আজ দিনাজপুরের হিলি মুক্ত দিবস

প্রকাশিত : ১৪:৪৫, ১১ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৪৫, ১১ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

দিনাজপুরের হিলি মুক্ত দিবস আজ। নানা কর্মসূচীর মাধ্যমে দিনটি পালন করছেন এলাকাবাসী ও মুক্তিযোদ্ধারা। ১৯৭১ সালের ৯ ডিসেম্বর মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধারা হিলি মুহাড়াপাড়া এলাকাসহ পাকিস্তানি সেনাদের বিভিন্ন আস্তানায় আকাশ ও স্থল পথে একযোগে হামলা চালায়। শুরু হয় ভয়াবহ যুদ্ধ। মাত্র তিন দিনের ব্যবধানে নিহত হয় প্রায় ৫ শতাধিক পাকিস্তানি সেনা। শহীদ হন প্রায় ৭শ’ মুক্তিযোদ্ধা ও ভারতীয় মিত্র বাহিনীর সদস্য। তুমুল যুদ্ধের পর ১১ ডিসেম্বর মুক্তিযুদ্ধের ৭ নম্বর সেক্টরের আওতায় হিলি শত্র“ মুক্ত হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি