জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা
প্রকাশিত : ১৪:৩৪, ১১ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৩৪, ১১ ডিসেম্বর ২০১৬
লা লিগায় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। দেপোর্তিভোকে ৩-২ গোলে রিয়াল ও ওসাসুনাকে ৩-০ গোলে হারিয়েছে বার্সা।
ওসাসুনার বিপক্ষে ম্যাচের শুরু থেকে চড়াও হয়ে খেললেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কাতালানরা। ৫৯ মিনিটে বার্সার প্রথম গোলটি করেন সুয়ারেজ। ৭২ ও ৯০ মিনিটে জোড়া গোল করেন লিওনেল মেসি। এ জয়ে টানা তিন ম্যাচ ড্রয়ের পর ঘুরে দাঁড়ালো লুইস এনরিখের শিষ্যরা। এদিকে, ঘরের মাঠে রামোসের শেষ মুর্হুতের গোলে জয় নিশ্চিত করে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ৫০ মিনিটে আলভারো মুরাতার গোলে এগিয়ে যায় রিয়াল। তবে, বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি তারা। ৬৩ ও ৬৫ মিনিটে ফরোয়ার্ড হোসেলু গোল করলে এগিয়ে যায় দেপোর্তিভো। ৮৪ মিনিটে মারিয়ানো দিয়াস ও অতিরিক্ত সময়ে সার্জিও রামোস গোল করলে জয় নিয়ে মাঠ ছাড়ে জিদানের শিষ্যরা।
আরও পড়ুন