খাদিজা হত্যাচেষ্টা মামলায় ১৫ জনের সাক্ষ্য গ্রহণ
প্রকাশিত : ১৮:৩৬, ১১ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৩৬, ১১ ডিসেম্বর ২০১৬
সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে হত্যাচেষ্টা মামলায় দ্বিতীয় দিনে ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
রোববার দুপুরে সিলেটের মুখ্য মহানগর আদালতের বিচারক সাইফুজ্জামানের আদালতে খাদিজার বাবা-মা, মামলার তদন্ত কর্মকর্তা ও ডাক্তারের সাক্ষ্য গ্রহন করা হয়। মামলার একমাত্র আসামি বদরুল আলমের উপস্থিতিতে সাক্ষ্য নেয়া হয়। এনিয়ে, ৩২ জনের সাক্ষ্য গ্রহন করা হলো। এদিকে, আদালতের নির্দেশনা মোতাবেক ১৫ নভেম্বর খাদিজার সাক্ষ্য গ্রহনের কথা রয়েছে। গত ৩ অক্টোবর সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে কলেজ ছাত্রী খাদিজাকে কুপিয়ে আহত করে বদরুল।
আরও পড়ুন