অ্যাথলেটিক বিলবাওকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল বেটিস
প্রকাশিত : ০৯:২৪, ১২ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ০৯:২৪, ১২ ডিসেম্বর ২০১৬
স্প্যানিস লা লিগায় জয় পেয়েছে রিয়াল বেটিস। অ্যাথলেটিক বিলবাওকে ১-০ গোলে হারিয়েছে তারা।
এস্তাদিও বেনিতো ভিয়ামারিন স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠে খেলা। খেলার একমাত্র গোলটি হয় ১৮ মিনিটে। পাল্টা আক্রমণ থেকে বল পেয়ে সানাব্রিয়াকে বল দেন কাস্ত্রো। কিন্তু সানাব্রিয়া ফাকায় দাড়ানো কাস্ত্রেকে ব্যাকপাস দিলে গোল করতে ভুল করেননি এ স্ট্রাইকার। বাকি সময়ে আর কোন গোল না হলে এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল বেটিস।
আরও পড়ুন