ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

আবারও সিরিয়ার ঐতিহাসিক নগরী পালমিরা দখলে নিয়েছে আইএস

প্রকাশিত : ০৯:৩০, ১২ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৩০, ১২ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

রুশ বিমান হামলার মুখে পিছু হঠার কয়েক ঘণ্টার মধ্যে আবারও সিরিয়ার ঐতিহাসিক নগরী পালমিরা দখলে নিয়েছে আইএস। দু’দিনে এ নিয়ে দু’বার শহরটি দখলে নিয়েছে আইএস। প্রায় ৯ মাস পর স্থানীয় সময় শনিবার পালমিরা দখলে নেয় আইএস। রুশ প্রতিরক্ষা দপ্তরের দাবি, ৬৪ বার চালানো বিমান হামলায় কমপক্ষে ৩শ’ জঙ্গি নিহত হয়েছে। আইএস হঠাতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকারিবাহিনীও। ইউনেস্কোর ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী এ নগরী ২০১৫ সাল থেকে আইএসের দখলে ছিলো। গেল মার্চে পুনরুদ্ধারের আগ পর্যন্ত শহরটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি