কুষ্টিয়ায় র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত ও ৪ ডাকাত আহত
প্রকাশিত : ০৯:৪৪, ১২ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৪৪, ১২ ডিসেম্বর ২০১৬
কুষ্টিয়ার ভেড়ামারায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত ও ৪ ডাকাত আহত হয়েছে।
র্যাব জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাসে ডাকাতির প্রস্তুতি চলছে এমন খবরে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারায় তল্লাশী চালায় র্যাব। সেসময় গুলি চালায় ডাকাতরা। পরে র্যাবও পাল্টা গুলি চালালে এক ডাকাত নিহত ও ৪ ডাকাত আহত হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন