ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

ব্যস্ততা বেড়েছে ঢাকার কেরানীগঞ্জের শীতের পোশাক তৈরির কারখানাগুলোতে

প্রকাশিত : ০৯:৪৩, ১২ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৪৩, ১২ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

শীত আসছে। তাই ব্যস্ততা বেড়েছে ঢাকার কেরানীগঞ্জের শীতের পোশাক তৈরির কারখানাগুলোতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন পাইকাররা; কিনে নিচ্ছেন চাহিদামতো পোশাক। এদিকে, রাজবাড়িতে শীত আসার সাথে সাথে লেপ-তোষকের দোকানে বেড়েছে কাজ। শীতের আগমন ব্যস্ততা বাড়িয়েছে কেরানীগঞ্জের পোশাক কারখানাগুলোতে। দুই হাজারেরও বেশি কারখানায় তৈরি হচ্ছে নানা রঙ আর বাহারি ডিজাইনের শীতের পোশাক। নানা শ্রেণি-পেশার মানুষের  ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় রেখে বিভিন্ন বয়সের গ্রাহকের জন্য বানানো হচ্ছে হাফ-ফুল সোয়েটার, জ্যাকেট, সাফারি ও কোট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন পাইকাররা। কিনে নিচ্ছেন চাহিদামতো পোশাক। শীত বাড়ার সাথে সাথে বেচাবিক্রিও আরও বাড়বে বলে জানান ব্যবসায়ীরা। শীতের কবল থেকে রক্ষা পেতে লেপ-তোষকের কদর আদিকাল থেকেই। এবারও শীতের শুরুতে রাজবাড়ীতে বেড়েছে লেপ-তোষকের কারিগরদের ব্যস্ততা। তবে সঠিক মজুরি না পাওয়ার অভিযোগ তাদের। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, কাপড় ও তুলার দাম বেড়ে যাওয়ায় পোষাতে পারছেন না তারাও। পেশা টিকিয়ে রাখতে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতারও দাবি তাদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি