ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

রাজধানীর মহাখালীতে বস্তিতে আগুন লেগে প্রায় ৮০টি ঘর ভস্মীভূত

প্রকাশিত : ১০:০০, ১২ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১০:০৯, ১২ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

রাজধানী মহাখালীর সাততলা বস্তিতে আগুন লেগে প্রায় ৮০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত মধ্যরাতের পর এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৩শ মানুষ হারিয়েছে মাথাগোঁজার ঠাঁই। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, গ্যাসের চুলা কিংবা বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষনিকভাবে নিশ্চিত করতে ফায়ার সার্ভিস। রাত প্রায় দেড়টা। নিন্মবিত্ত শ্রমজীবী মানুষগুলো বস্তি ঘরে গভীর ঘুমে। হঠাৎই চারদিকের চিৎকার আগুন আগুন। দিকবিদিক ছুটোছুটি। জীবন বাঁচাতে। বিশাল এই নগরে ছোট্ট একখানি মাথা গোঁজার ঠাঁই। নিমিশেষই ছাই। সাথে নিন্মবিত্তের যেটুকু সম্বল তাও কেড়ে নিয়েছে আগ্রাসী আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। পরে যোগ দেয় আরো ১২টি। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রনে আসে আগুন । ফায়ার সার্ভিস বলছে, কাছাকাছি পানির কোন উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় তাদের। তবে বাসিন্দারা বলছে, দমকল আসতে বেশ সময় নিয়েছে। অভিযোগ অস্বীকার করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি