নিখোঁজ ব্যক্তির সন্ধান দেয়ার কথা বলে ৫০ লাখ টাকা আদায়ের অভিযোগে আটক ১
প্রকাশিত : ১৩:৫৬, ১২ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৫৬, ১২ ডিসেম্বর ২০১৬
নিখোঁজ ব্যক্তির সন্ধান দেয়ার কথা বলে বাংলাদেশী বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিকের পরিবার থেকে ৫০ লাখ টাকা আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
সকালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র্যাবের সংবাদ সম্মেলনে এ’কথা জানানো হয়। রাজধানীর শাহ আলী থানার দিয়াবাড়ী এলাকা থেকে হাজি আলম নামের এই ব্যক্তিকে আটক করে র্যাব। আইন শৃংখলা বাহিনীর সোর্স পরিচয় দিয়ে নিখোঁজ ব্যক্তির পরিবার থেকে এই টাকা আদায় করেছে বলে অভিযোগ করে তার পরিবার। নিখোঁজ ব্যক্তির পরিবারের অভিযোগের প্রেক্ষিতে হাজি আলমকে আটক করা হয়।
আরও পড়ুন