ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট ১৫ জানুয়ারির মধ্যে প্রকাশের নির্দেশ আপিল বিভাগের

প্রকাশিত : ১৮:৩৬, ১২ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৩৬, ১২ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশের প্রয়োজনীয়তা নেই বলে রাষ্ট্রপতি সিদ্ধান্ত দেওয়ার একদিন পর গেজেট প্রকাশের নতুন সময় নির্ধারন করেছে উচ্চ আদালত।  আগামি ১৫ জানুয়ারির মধ্যে বিধিমালা গেজেট করে আদালতে দাখিল করতে বলেছেন আপিল বিভাগ। অ্যাটর্নি জেনারেল আদালতে রাষ্ট্রপতির সিদ্ধান্তের চিঠির কথা জানালে প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে ভুল বোঝানো হয়েছে বলে মন্তব্য করেন। আর সিনিয়র আইনবিদ শাহদিন মালিক মনে করেন বিচারবিভাগ স্বাধীন হবেই। নি¤œ আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ না হওয়ায় আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের দুই সচিব নির্দেশনা মেনে আদালতে হাজির হন। গতকাল নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশের প্রয়োজন নেই বলে সিদ্ধান্ত দেন রাষ্ট্রপতি । তবে প্রধান বিচারপতি বলছেন, রাষ্ট্রপ্রধানকে  ভুল বোঝানো হয়েছে। এদিকে দুটি বিভাগে টানাপোড়েন থাকলেও বিচার বিভাগ স্বাধীন হবেই বলে মন্তব্য করেছেন সিনিয়র আইনজীবী শাহদীন মালিক ১৯৯৯ সালের ২ ডিসেম্বর আপিল বিভাগ মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেন। ওই রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল। ্হনংঢ়;
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি