নির্বাচন কমিশন পুনর্গঠনের পাশাপাশি নির্বাচনকালীন সরকার বিষয়েও রাষ্ট্রপতির সাথে আলোচনা হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল
প্রকাশিত : ১৯:৩৩, ১৩ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৯:৩৩, ১৩ ডিসেম্বর ২০১৬
নির্বাচন কমিশন পুনর্গঠনের পাশাপাশি নির্বাচনকালীন সরকার বিষয়েও রাষ্ট্রপতির সাথে আলোচনা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি সব দলের প্রস্তাবকে গুরুত্ব দেবেন বলেও আশা তার। এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার আন্তরিক না হলে রাষ্ট্রপতির উদ্যোগ সফল হবে না।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, সব দলের সাথে আলোচনার জন্য রাষ্ট্রপতি যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসনীয়। আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে রাষ্ট্রপতি ইতিবাচক ভূমিকা পালন করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মফস্বল সাংবাদিক এসোসিয়েশনের আলোচনা সভায় খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকারের সহযোগিতা ছাড়া রাষ্ট্রপতির উদ্যোগ সফল হবে না।
বিএনপি নেতারা বলেন, শুধু নির্বাচন কমিশন নয়, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্যও রাষ্ট্রপতিকে উদ্যোগ নিতে হবে।
আরও পড়ুন