জাতিসংঘের নতুন মহাসচিব আন্তোনিও গুতেরেস শপথ নিয়েছেন
প্রকাশিত : ১২:৪১, ১৩ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১২:৪১, ১৩ ডিসেম্বর ২০১৬
জাতিসংঘের নতুন মহাসচিব আন্তোনিও গুতেরেস শপথ নিয়েছেন। পহেলা জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন করবেন তিনি ।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে নবম মহাসচিব হিসেবে শপথ নেন পর্তুগালের এই সাবেক প্রধানমন্ত্রী। এসময় তিনি সিরিয়া, ইয়েমেনসহ বিশ্বের বিভিন্ন দেশে চলমান যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার করেন। এছাড়া ইসরাইল-পালেস্টাইনের মতো দীর্ঘ মেয়াদী দ্বন্দ্ব দূর করতেও উদ্যোগ নেয়ার কথা জানান। প্রয়োজনে ব্যক্তিগতভাবে কাজ করারও প্রতিশ্র“তি দেন তিনি। এর আগে দক্ষিণ কোরিয়ার কূটনীতিক বান কি মুন টানা দুই মেয়াদে মহাসচিবের দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন