দিনাজপুরের বহেলা গণহত্যা দিবস আজ
প্রকাশিত : ১২:৪৮, ১৩ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১২:৪৮, ১৩ ডিসেম্বর ২০১৬
দিনাজপুরের বহেলা গণহত্যা দিবস আজ। একাত্তরের এদিনে ৪২ জন নিরীহ মানুষকে হত্যা করে পাকিস্তানী হানাদারেরা।
সকালে দিনাজপুর থেকে বিরলগামী একটি ট্রেনে বহলা গ্রাম থেকে মুক্তিসেনারা রকেট সেল নিক্ষেপ করে। এর পরই পাকিস্তানী বাহিনী স্থানীয় রাজাকারদের সহায়তায় গ্রামটিতে প্রবেশ করে নির্বিচরে হত্যাযজ্ঞ চালায়। এখানে একটি শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হলেও গণকবরটি আজও অরক্ষিত রয়ে গেছে। এছাড়া শহীদ পরিবারগুলি পায়নি রাষ্ট্রীয় স্বীকৃতি।
আরও পড়ুন