ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে মানবেতর জীবন-যাপন

প্রকাশিত : ১৩:২৩, ১৩ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৩:২৩, ১৩ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

আগুনে পুড়ে যাওয়া রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে মানবেতর জীবন-যাপন করছেন বাসিন্দারা। শীতের রাতে নেই গরম কাপড়; খোলা আকাশের নিচেই বসত তাদের। সবহারা এ মানুষদের কষ্টে এগিয়ে এসেছেন পাশের বস্তিবাসীরা। সামান্য পরিমাণে হলেও দিচ্ছেন খাবার; করছেন থাকার ব্যবস্থাও। ছোট্ট সন্তান ঘুমিয়ে মায়ের কোলে, মমতার ওমে আগলে রাখছেন যে মা, তার মাথার উপর নেই কোন আচ্ছাদন। আগুনে পুড়ে গেছে যে তার বসত-ঘর। বস্তির সবখানেই এক চিত্র। আগুনে কোন রকমে বেঁচে ফিরলেও নিতে পারেননি প্রয়োজনীয় কাপড়। পুড়ে যাওয়া ঘরের কাঠ-কয়লা পুড়িয়েই শীত নিবারনের চেষ্টা। চারদিকে পোড়া গন্ধ, পুড়ে গেছে এইসব মানুষের বেঁচে থাকার স্বপ্নও। ২/১টি প্রতিষ্ঠানের ত্রাণ সহায়তা নিয়ে আসলেও তা প্রয়োজনের অপ্রতুল। পুড়ে যাওয়া এ বস্তিবাসীদের সাহায্যে এগিয়ে এসেছেন পাশের বস্তির বাসিন্দারা। মিলে-মিশে থাকছেন নিজের ঘরে। নিঃস্ব এ মানুষদের পুনর্বাসনে এগিয়ে আসবে সরকার- এমনটাই আশা তাদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি