ঢাকা, মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫

একাত্তরের ৭ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু

প্রকাশিত : ১৩:২৩, ১৩ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৩:২৩, ১৩ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

স্বাধীনতার স্মৃতি জড়িয়ে থাকা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এসে নতুন প্রজন্ম জেনে নিচ্ছে স্বাধীনতার সঠিক ইতিহাস। তাদের প্রত্যাশা, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়িয়ে থাকবে। রেসকোর্স ময়দান, এখনকার সোহরাওয়ার্দী উদ্যান। এখানে দাঁড়িয়েই একাত্তরের ৭ই মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। চূড়ান্ত বিজয়েরও স্বাক্ষী এই উদ্যান। এখানেই আত্মসমর্পন করে পাকিস্তানি বাহিনী। মুক্তিযুদ্ধের গৌরগাথা স্মৃতি রক্ষায় নির্মাণ করা হয়েছে দেড়শ ফুট উচু স্বাধীনতা স্তম্ভ। মাটির নীচে নির্মান করা হয়েছে জাদুঘর। ঘুরে ঘুরে স্বাধীনতার সব তথ্য ও চিত্র দেখে যেন একত্তরেই ফিরে যান অনেকে। জনতার দেয়ালে স্থান পেয়েছে বাঙ্গলীর দীর্ঘ সংগ্রামের ইতিহাস। আর স্বাধীনতার চেতনা ধারণ করে জ্বল জ্বল করে জ্বলছে শিখা চিরন্তন। মুক্তিযুদ্ধ না দেখলেও উদ্যানে এসে জাতির আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করে নতুন প্রজন্ম। স্বাধীনতার চেতনায় ক্ষুদা-দারিদ্রমুক্ত আসম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখে সবাই।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি