ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

নওগাঁর তাসমিনা ঘোড়দৌঁড় খেলার উজ্জ্বল মুখ

প্রকাশিত : ১৬:৫৬, ১৬ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:০১, ১৬ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ঘোড়দৌঁড় খেলার উজ্জ্বল মুখ নওগাঁর ধামইরহাটের তাসমিনা। ১১ বছর বয়সী তাসমিনা পুরুষদের পাশাপাশি মাঠে দাঁপিয়ে বেড়ায় ঘোড়া নিয়ে। বিভিন্ন প্রতিযোগিতায় এরইমধ্যে জিতেছে অনেক পুরস্কার। তাকে নিয়ে নির্মিত সিনেমা দেখানো হয়েছে গ্রিসে। তবে, তাসমিনার স্বপ্ন পুলিশ বাহিনীতে যোগ দেয়ার। ঘোড়দৌঁড়ের মতো ঝুঁকিপূর্ণ খেলা বেছে নিয়েছে নওগাঁর শিশু তাসমিনা। আশপাশের এলাকায় প্রতিযোগিতার খবর পেলেই ঘোড়া নিয়ে ছুটে যায় সে। অংশ নেয় অন্য ছেলে শিশু-কিশোরদের সঙ্গে। মাঠের হাজারো দর্শক আর প্রতিযোগিদের পেছনে ফেলে এগিয়ে যায় তাসমিনা। পুরুষতান্ত্রিক সমাজের বাধা উপেক্ষা করে সাহসী তাসমিনা এ’পথ ধরে যেতে চায় বহুদূর। পরিবারের সামর্থ্য না থাকায় একটি ঘোড়া কেনাই এখন স্বপ্ন তার। ইচ্ছে আছে পুলিশে যোগ দেয়ার। তাসমিনার মা-বাবা জানান, ছোটবেলা থেকেই বাড়ির ঘোড়া নিয়ে খেলতো সে। এজন্য অনেকেই বিদ্রুপ করতো। এখন তার সাফল্যে খুশী তারাও। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে তাসমিনা হয়ে উঠতে পারে বিশ্বখ্যাত ঘোড় শোয়ারী- এমনটাই মনে করেন স্বজন ও স্থানীয়রা। তাসমিনার সাহস আর আত্মবিশ্বাস দেখে তাকে নিয়ে ৬ মিনিটের একটি শর্ট ফিল্ম নির্মাণ করেন ফরিদুর রহমান। শর্ট ফিল্মটি গ্রিসের অলিম্পিয়া ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়। এরপর থেকেই তাসমিনা আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত হয়ে উঠে হর্স গার্ল নামে। খুদে এই শোয়ারী ধামইরহাট শংকরপুর স্কুলের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি