চট্টগ্রাম, কক্সবাজার ও খাগড়াছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন
প্রকাশিত : ১৯:০৭, ১৩ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৯:০৭, ১৩ ডিসেম্বর ২০১৬
উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম, কক্সবাজার ও খাগড়াছড়িতে পালন করা হল পবিত্র ঈদে মিলাদুন্নবী।
মঙ্গলবার সকালে চট্টগ্রামের ষোলশহর থেকে বের করা হয় জশনে জুলুস। পরে অনুষ্ঠিত হয় ওয়াজ মাহফিল। এতে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনসহ বিশিষ্ট নাগরিকেরা অংশ নেন। এরপর বিশ্ব শান্তি এবং দেশবাসীর ওপর আল্লাহর রহমত কামনায় বিশেষ মুনাজাত করা হয়। এদিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে কক্সবাজার ও খাগড়াছড়িতেও বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
আরও পড়ুন