কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতেও প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংন্থানের সুযোগ রাখার আহ্বান
প্রকাশিত : ১৮:৫৮, ১৩ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৫৮, ১৩ ডিসেম্বর ২০১৬
সরকারি প্রতিষ্ঠানের মতো কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতেও প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংন্থানের সুযোগ রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডিজঅ্যাবল্ড স্টুডেন্টস সোসাইটি আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে বক্তারা বলেন প্রতিবন্ধিতা কোন প্রতিবন্ধকতা নয়, উপযুক্ত পরিবেশ ও সুযোগ পেলেই তারাও যোগ্যতার প্রমাণ রাখতে পারে। পরে বিভিন্ন বিষয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
আরও পড়ুন