রাহিঙ্গাবাহী ৬ নৌকা এবং ২৬ জনকে ফেরত পাঠিয়েছে বিজিবি
প্রকাশিত : ১৯:০৫, ১৩ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৯:০৫, ১৩ ডিসেম্বর ২০১৬
কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাবাহী ৬টি নৌকা এবং ২৬ জনকে ফেরত পাঠিয়েছে বিজিবি।
মঙ্গলবার ভোরে নাফ নদীর ৩টি পয়েন্ট ও উখিয়ার পালংখালী সীমান্ত দিয়ে এসব অনুপ্রবেশের ঘটনা ঘটে। বিজিবি জানায়, রোহিঙ্গাবাহী ৬ টি নৌকাকে বাংলাদেশ-মিয়ানমারের জলসীমার শূন্যরেখা থেকে ফেরত পাঠানো হয়। প্রতিটি নৌকাতে ১০ থেকে ১৫ জন করে রোহিঙ্গা ছিল। অপরদিকে উখিয়ার পালংখালী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময় ফেরত পাঠানো হয় আরো ২৬ জনকে।
আরও পড়ুন