৫ বিবাহিত নারীর মধ্যে স্থুলতায় আক্রান্ত ১
প্রকাশিত : ১৯:১৯, ১৩ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৯:১৯, ১৩ ডিসেম্বর ২০১৬
বাংলাদেশের বিবাহিত নারীদের প্রতি পাঁচ জনের মধ্যে একজন স্থুলতায় আক্রান্ত বলে মন্তব্য করেছেন ভএলসিসির প্রতিষ্ঠাতা বান্দানা লুথরা ।
রাজধানীর একটি হোটেলে স্থুলতা ঝুঁকি নিয়ে সচেতনতা মূলক অনুষ্ঠানে দৌহিক সৌন্দর্য বৃদ্ধি ও ওজন কমানোর সেবা মূলক প্রতিষ্ঠানের এ প্রতিষ্ঠাতা আরো বলেন, স্থুলতার সাথে ডায়াবেটিসের গভীর সর্ম্পক রয়েছে । বর্তমানে বাংলাদেশ ডায়াবেটিস আক্রান্ত দেশের মধ্যে পঞ্চম যেখানে প্রতি ১১ জনের মধ্যে ১ জন এবং বয়স্ক জনগোষ্ঠীর মধ্যে ৮.৩ শতাংশ ডায়াবেটিসে আক্রান্ত। বান্দানা আরো বলেন, এবছর দেহের চর্বি কমানোর জন্য নতুন সেবার উদ্বোধন করছে ভিএলসিসি যা মধ্যম আয়ের পরিবারের সামর্থের মধ্যে ।
আরও পড়ুন