ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

রংপুর মেডিকেল কলেজে ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের ধর্মঘট

প্রকাশিত : ১৬:৪৬, ১৪ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৬:৪৬, ১৪ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

রংপুর মেডিকেল কলেজে দ্বিতীয় দিনের মতো চলছে ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের ডাকা ধর্মঘট। মেডিকেল কলেজের ডাক্তার মিলন হলে প্রতিপক্ষের হামলায় ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডাক্তার রাকিবসহ ৫ ইন্টার্ন চিকিৎসক গুরুতর আহত হওয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের এই ধর্মঘটের ডাক দেয়া হয়। এদিকে, চিকিৎসকরা ধর্মঘট পালন করায় দুর্ভোগে পড়েছেন রোগীরা। বন্ধ রয়েছে জরুরি বিভাগও। হামলায় জড়িতরা গ্রেফতার না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সোমবার রাতে ইন্টার্ন চিকিৎসকদের একটি অংশের নেতৃত্বে ডাক্তার মিলন হলে হামলা চালায় বহিরাগত সন্ত্রাসীরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি