বিজয় দিবসে হাতিরঝিলে চালু হচ্ছে ৪টি ওয়াটার ট্যাক্সি
প্রকাশিত : ০৯:২২, ১৫ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ০৯:২২, ১৫ ডিসেম্বর ২০১৬
হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের আওতায় বিজয় দিবসে চালু হচ্ছে ৪টি ওয়াটার ট্যাক্সি। যাত্রী ওঠানামার জন্য এরইমধ্যে নির্মিত হয়েছে কয়েকটি ঘাট। হাতিরঝিলে চক্রাকার বাস সার্ভিস চালুর পর ওয়াটার ট্যাক্সি যাতায়াত ব্যবস্থা সহজ করার পাশাপাশি বিনোদনে আনবে নতুন মাত্রা।
ট্যুরিস্ট বাসের পর এবার হাতিরঝিলে নামছে ওয়াটার ট্যাক্সি। ঝিলের পানিতে রাখা সাদা ও কমলা রঙের ওয়াটারট্যাক্সিগুলো নিয়ে আগ্রহের শেষ নেই সাধারণ মানুষের।
হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের অধীনে এ ট্যাক্সিগুলো মগবাজার এফডিসি মোড় এলাকা থেকে গুলশান এক নম্বর লিংক রোড ও রামপুরা পর্যন্ত চলাচল করবে। পরে আরো ২টি ওয়াটার ট্যাক্সি নামানো হবে ঝিলের পানিতে। জনপ্রতি ২৫ থেকে ৩০ টাকা ভাড়ায় ৩০ যাত্রী নিয়ে চলাচল করবে ওয়াটার ট্যাক্সিগুলো। এতে করে বিনোদনের পাশাপাশি রাজধানীবাসীদের যাতায়াতের সুবিধাও বাড়বে বলে মত প্রকল্প সংশ্লিষ্টদের।
এদিকে গত বছরের ২৩ ডিসেম্বর হাতিরঝিলে চালু হয় ট্যুরিস্ট বাস। ট্যুরিস্ট বাস কাউন্টারগুলোতে ঢুকলেই চোখে পড়বে ভিন্ন এক চিত্র। সেখানে যারা কাজ করছেন তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়া মেয়ে। পড়াশুনার পাশাপাশি পেশাগতভাবেও এগিয়ে যাচ্ছেন তারা।
বিনোদনপ্রেমীদের জন্য মুক্তমঞ্চ ও হাতির ঝিলের সাজসজ্জার কাজও এগিয়ে যাচ্ছে সমানতালে।
আরও পড়ুন